জাতীয় তথ্য বাতায়ন Solution Finding হ্যাকাথন ২০২২
Solution: Serving National Portal via Social Media
শব্দের ব্যাখ্যা:
- NPF: National Portal Framework is a collection of Govt Websites. Ministry to Union level websites (33000+ websites): www.bangladesh.gov.bd
- Content: ওয়েব লিংক, তথ্য, ছবি, সেবা ও অন্যান্য যা নাগরিকগণ ওয়েবসাইট হতে প্রত্যাশা করে।
- Unnecessary Contents: সংশ্লিষ্ট ওয়েবসাইটে বর্তমানে অনেক কনটেন্ট আছে যা আউটডেটেড ও অপ্রয়োজনীয়।
- Should/Missing Contents: সংশ্লিষ্ট ওয়েবসাইটে বর্তমানে অনেক কনটেন্ট আছে যা ঐ ওয়েবসাইটে বিদ্যমান নেই। কিন্তু বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী তা থাকা দরকার বা ভবিষ্যতে এর চাহিদা রয়েছে।
- Service Centric: Aggregator of All Government and Non-Govt. services.
- Unnecessary Service: সংশ্লিষ্ট ওয়েবসাইটে বর্তমানে অনেক Service link আছে যা আউটডেটেড ও অপ্রয়োজনীয়।
- Should/Missing Services: সংশ্লিষ্ট ওয়েবসাইটে বর্তমানে অনেক Service link আছে যা ঐ ওয়েবসাইটে বিদ্যমান নেই। কিন্তু বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী তা থাকা দরকার বা ভবিষ্যতে এর চাহিদা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে এবং UNDP এর সহায়তাপুষ্ট A2i-aspire to innovate প্রোগ্রাম এর একটি বিশেষ উদ্যোগ/সেবা হচ্ছে জাতীয় তথ্য বাতায়ন ফ্রেমওয়ার্ক (www.bangladesh.gov.bd)। জাতীয় তথ্য বাতায়ন ব্যবস্থাপনা একটি ই-আর্কিটেকচার যেখানে নাগরিক বান্ধব ফ্রেমওয়ার্ক ডিজাইন এবং প্রয়োগ করা হয়েছে। সকল সরকারি প্রতিষ্ঠানের জন্য সামঞ্জস্যপূর্ণ ওয়েবসাইট তৈরি করা যা নাগরিকদের ই-সেবা প্রদানের ক্ষেত্রে সময়, খরচ এবং ভোগান্তি লাঘব করা এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। অধিকন্তু সরকারি তথ্য ও সেবা গ্রহণ এর পথকে আরও সুগম এবং সহজতর করার একটি অন্যতম মাধ্যম জাতীয় তথ্য বাতায়ন ফ্রেমওয়ার্ক। শুধমাত্র একটি ওয়েব এড্রেস www.bangladesh.gov.bd এর মাধ্যমে দেশের ৫২০০০+ সরকারি অফিসের তথ্য ও সেবা গ্রহণ করা সম্ভব।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের "জাতীয় তথ্য বাতায়ন ফ্রেমওয়ার্ক" এর বিস্তারিত তথ্য নিম্নরূপ:
- দেশের সকল ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, অধিদপ্তর ও মন্ত্রণালয়সহ ৩৩ হাজারের অধিক সরকারি দপ্তরের ওয়েব সাইটের একটি সমন্বিত রূপ।
- জাতীয় তথ্য বাতায়ন ফ্রেমওয়ার্ক মে ২০২২ সাল পর্যন্ত কার্যত ৫২০০০+ সরকারি অফিসকে একই সুষম সেতুবন্ধনে আবদ্ধ করেছে।
- বর্তমান ভার্সন ৭ মার্চ ২০১৫ তারিখে চালু করা হলেও প্রাথমিক সূচনা হয়েছিল ২০০৯ সালে ।
- জাতীয় তথ্য বাতায়ন এর মাধ্যমে দেশের সম্মানিত নাগরিকগণের সরকার প্রদত্ত সকল সেবা ও সংশ্লিষ্ট তথ্য প্রাপ্ত হন।
- এই ওয়েব পোর্টালটি সরকার এবং নাগরিকদের মধ্যে আন্তরিক সেতুবন্ধন হিসেবে অনন্য ভূমিকা পালন করে থাকে।
- সেবা প্রাপ্তির জন্য জাতীয় তথ্য বাতায়ন ‘ওয়ান স্টপ সার্ভিস’ হিসেবে পরিলক্ষিত হয়। জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে দেশের সকল মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৮১৬ টি ডিজিটাল সেবা একই প্লাটফর্মে আনা সম্ভব হয়েছে। এই পরিসেবাগুলো ৭৩ টি সংস্থার এবং ২২ টি গ্রুপে শ্রেণীবদ্ধ।
- প্রতি মাসে ৩০ মিলিয়ন এর বেশি ভিজিটর, ১০.২ মিলিয়ন এর বেশি কনটেন্ট রয়েছে।
- এছাড়া কন্টেন্ট আপডেট করার জন্য ৭২,৯৭০ জন সরকারি অফিশিয়াল এবং ১,০০০ উদ্ভাবনী দলকে ইতোমধ্যেই প্রশিক্ষিত করা হয়েছে। অর্থাৎ প্রতিটি অফিস নিজেরা নিজেদের বিদ্যমান লোকবলের মাধ্যমে তাদের সাইট পরিচালনা করে থাকেন।
- তথ্য প্রযুক্তির সাধারণ জ্ঞানসম্পন্ন সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে জাতীয় তথ্য বাতায়নের সংশ্লিষ্ট প্রতিটি সাইটের ব্যবস্থাপনা কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে।
- বর্তমানে জনসাধারণের প্রয়োজনীয় তথ্য এবং ডিজিটাল সেবাগুলো আরও সহজলভ্য করার জন্য মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় তথ্য বাতায়ন কে আরও ব্যবহার বান্ধব করা হয়েছে।
জাতীয় তথ্য বাতায়নের মাদার পোর্টাল হলো Bangladesh.gov.bd। প্রত্যেকটি সাইটের কাঠামো ও কনটেন্ট ম্যানেজম্যান্ট সিস্টেম প্রায় সমপ্রকৃতির। নিম্নে বাতায়নের কাঠামো, তথ্য ও কৌশলগত লক্ষ্য ইনফোগ্রাফিক উপস্থাপন করা হলো।
জাতীয় তথ্য বাতায়ন ব্যবস্থাপনার সুদূরপ্রসারী ও কৌশলগত লক্ষ্য রয়েছে। সমসাময়িক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে জাতীয় তথ্য বাতায়ন আগামী ২০২৬ সনকে ভিত্তি বছর ধরে এর কৌশলগত লক্ষ্যসমূহ নিম্নরূপ:
- জাতীয় তথ্য বাতায়নকে সরকারি-বেসরকারি তথ্য ও সেবার হাব (Digital Service access hub) হিসেবে প্রতিষ্ঠিত করা ।
- সমসাময়িক বিপণন ব্যবস্থার (সোশাল মিডিয়া নেটওয়ার্ক) মাধ্যমে সাইটসমূহ নাগরিকদের নিকট পৌছানো নিশ্চিত করা।
- জনগণের চাহিদাভিত্তিক কনটেন্ট সংযোজন ও বিয়োজন করে তাদেরকে সরবরাহ করা।
- অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ইয়োলো পেজ (Category wise directory) তৈরি করা।
- জাতীয় তথ্য বাতায়ন হতে সুষম রাজস্ব সংগ্রহ করা।
- বর্তমান সময়ের চেয়ে আরো বেশি ইউজার এনগেজম্যান্ট ও ইউজার কমিউনিকেশন বৃদ্ধি করা।
- সময়ের চাহিদা ভিত্তিক জাতীয় তথ্য বাতায়ন ভার্সন উন্নয়ন করা।
- জাতীয় তথ্য বাতায়নকে ১.২০ কোটি প্রবাসী বাংলাদেশীদের চাহিত তথ্যের অন্যতম প্রধান উৎস হিসেবে গড়ে তোলা।
জাতীয় তথ্য বাতায়ন পৃথিবীর অন্যতম বৃহৎ তথ্য বাতায়ন। সময়ের উপযোগী প্রশ্নে জাতীয় তথ্য বাতায়নের অনেক সীমাবদ্ধতা রয়েছে মর্মে এটুআই মনে করে। তথ্য বাতায়নে সমসাময়িক অনেক উদ্ভাবনী ব্যবস্থা ও পদ্ধতি প্রয়োগের সুযোগ রয়েছে। পাশাপাশি এই তথ্য বাতায়নের তথ্যসমূহের বহুমাত্রিক ব্যবহারের মাধ্যমে নতুন নতুন উদ্ভাবন ও এ্যাপ উন্নয়ন সম্ভব। জাতীয় তথ্য বাতায়নের কিছু দূর্বলতা / সীমাবদ্ধতা রয়েছে:
ক) জাতীয় তথ্য বাতায়নের ফ্রেমওয়ার্কের কনটেন্টসমূহ সময় উপযোগী নয়। অপ্রয়োজনীয় কনটেন্টসমূহ নির্ণয় করে বাদ দিতে হবে।
খ) মিসিং কনটেন্টসমূহ নির্ধারণ করে তা ফ্রেমওয়ার্কে যোগ করতে হবে।
গ) জাতীয় তথ্য বাতায়ন সোশাল মিডিয়ার জন্য সময় উপযোগী নয়। জনগণ সোশাল মিডিয়া ব্যবহার করে সাইটসমূহে প্রবেশের সুযোগ পাচ্ছে না।
ঘ) জাতীয় তথ্য বাতায়ন ডিজিটাল সেবা প্রদানের হাব হিসেবে কাজ করতে প্রত্যাশা অনুযায়ী সক্ষম হয়নি।
ঙ) জাতীয় তথ্য বাতায়ন বর্তমান সময়ের প্রেক্ষিতে আউটডেটেড।
চ) জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে রাজস্ব (revenue) আহরণের কোন সুযোগ বিদ্যমান নেই।
ছ) জাতীয় তথ্য বাতায়ন সরকারি বেসরকারি ডিজিটাল সেবা প্রাপ্তিতে বাংলাদেশের নাগরিকদের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছেনা।
সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ন্যাশনাল পোর্টাল এর একটি সর্বজনগৃহীত রূপ প্রদান করা। চাহিত (Wanted/Expected Solution) নিম্নলিখিত বিষয়গুলোর সমন্বয়ে এবং ২০২৬ সাল কে ভিত্তি ধরে একটি বাস্তবভিত্তিক সমাধান হ্যাকাথনে অংশগ্রহণকারী টিমের নিকট থেকে এটুআই একটি সমন্বিত Solution আশা করে:
- NPF List: জাতীয় তথ্য বাতায়নে কনটেন্টের ক্যাটাগরি অনুযায়ী তালিকা।
- Domain Team: এটুআই এর অভ্যন্তরীণ টিম যে সদস্যগণ তথ্য বাতায়নের সাধারণ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে।
- ওয়েব এডমিন: সংশ্লিষ্ট ওয়েবসাইট হালনাগাদের কার্যক্রম সম্পাদন করে থাকেন যে ব্যক্তি।
- সেবা: সরকারি বেসরকারি ডিজিটাল ও ম্যানুয়াল সেবা।
- ২০২৬ ভিত্তিবছর: আগামি ০৩ বছরের প্রযুক্তিগত প্রবণতা (Technological Trend)
- Solution: Serving National Portal via social media (Social Media Framework for National portal)
- জাতীয় তথ্য বাতায়নের সাইটসমূহ বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্য থেকেই কিভাবে ব্যবহারযোগ্য হতে পারে তার উপায় বের করতে হবে।
- জাতীয় তথ্য বাতায়নের সাইটসমূহের এমন একটি সোশাল মিডিয়া ভার্সন সলুশন বের করতে হবে যার মাধ্যমে নাগরিকগণ সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেই প্রচলিত ব্রাউজার ব্যতীত ব্রাউজারের ফ্লেভারে জাতীয় তথ্য বাতায়নের সাইটসমূহ ব্যবহার করতে পারে।
- বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সোশাল মিডিয়া ফেসবুক ছাড়াও অন্যান্য জাতীয় তথ্য বাতায়ন মিডিয়া, যেমন ইউটিউব, টিকটক, সোশাল মেসেজিং অ্যাপ ইত্যাদিতে অন্তর্ভুক্ত করার উপায় বের করতে হবে।
- জাতীয় তথ্য বাতায়নের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কন্টেন্টগুলোর সরাসরি সোশাল মিডিয়ায় শেয়ার করার পদ্ধতি থাকতে হবে।
- জাতীয় তথ্য বাতায়নের কন্টেন্টগুলোকে বিভিন্ন সোশাল মিডিয়ায় শেয়ার করার নিমিত্তে সেগুলোর উপযোগী করে তৈরির করার সহজতর উপায় বের করতে হবে এবং সেজন্য জাতীয় তথ্য বাতায়নের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয়ে বাস্তবভিত্তিক পরিকল্পণা প্রদান করা যাবে।
- জাতীয় তথ্য বাতায়নের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর একটি কেন্দ্রীয় ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিচালনা করার উপায় বের করতে হবে।
- সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর নিজস্ব কেন্দ্রীয় ম্যানেজমেন্ট সিস্টেম না থাকলে কাস্টমাইজড ম্যানেজমেন্ট সিস্টেম তৈরির বাস্তবভিত্তিক পরিকল্পণা প্রদান করা যেতে পারে।
- সোশাল মিডিয়ার কেন্দ্রীয় ম্যানেজমেন্ট সিস্টেমটিতে একটি সুপার এডমিন অপশন থাকতে হবে এবং বিবিধ ধরণের ইউজারদেরকে, বিশেষ করে যারা জাতীয় তথ্য বাতায়নের সাইটগুলো পরিচালনা করে থাকেন, এক্সেস প্রদানের ও এক্সেস প্রত্যাহারের সক্ষমতা থাকতে হবে।।
- সোশাল মিডিয়া সংক্রান্ত সলুশনের জন্য জাতীয় তথ্য বাতায়নের সাথে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের জন্য কী কী ধরণের প্রশিক্ষণের প্রয়োজন হতে পারে তা শনাক্ত করতে হবে।
- জাতীয় তথ্য বাতায়নের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে চলমান কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং এবং মডারেশন করার সলুশন বের করতে হবে।
- প্রথাগত কনটেন্ট শেয়ারিং (ফেসবুক শেয়ারিং, বুস্টিং) ধারণা থেকে বিরত থাকলে ভালো হয়।
- বৃত্তের বাইরে উদ্ভাবনী চিন্তা প্রয়োগ করলে ভালো হয়।
- সমাধান উদ্ভাবনের কারিগরি ও চাহিদার ক্ষেত্রে ২০২৬ সালকে ভিত্তি বছর ধরে বিবেচনা করা যেতে পারে।
- সরকারি/বেসরকারি উভয়েই ক্যাটাগরিকে প্রাধান্য দেয়া যেতে পারে।
- জাতীয় তথ্য বাতায়নের সহজ ব্যবস্থাপনা থাকতে পারে
- প্রদত্ত সমাধানটি কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত প্রত্যেকটি পোর্টালে প্রতিফলিত হতে পারে।
- Searching Engine Optimization এর ব্যাপারটি বিবেচনায় রেখে সমাধানটির উন্নয়ন করলে ভালো হয়।
- সাধারণ নাগরিকগণ ডিজিটাল সেবা প্রাপ্তির জন্য bangladesh.gov.bd কে বেছে নিবে; এই বিষয়টি
বিবেচনায় সমাধান বের করা যেতে পারে।
- সাধারণ মোবাইল ব্যবহারকারীগণ মোবাইল আ্যপ এর মাধ্যমে সেবা প্রাপ্ত হওয়ার সুযোগ পাবে।
- নেটিজেনগণ সোশ্যাল মিডিয়া ব্যবহারকালে পোর্টালটি সময়ে সময়ে সোশাল মিডিয়ায় নেটিজেনদের সামনে হাজির হলে ভালো হয়।
- Ai, Machine learning, Chatbot ফিচারসমূহ প্রদত্ত সমাধানে অন্তর্ভুক্ত থাকলে ভালো হয়।
- বর্তমান বিদ্যমান জাতীয় তথ্য বাতায়ন কনটেন্ট ও কনটেন্ট ব্যবস্থাপনাকে প্রাধ্যান্য দিয়ে Solution এর বিষয়টি চিন্তা করলে ভালো হয়।
- উদ্ভবনীমূলক এবং quality সম্পন্ন আইডিয়া প্রদান করা যেতে পারে।
- আইডিয়া বাস্তবসম্মত এবং বাস্তবায়ন যোগ্য হলে ভালো হয়।
- প্রস্তাবিত আইডিয়া/সিস্টেমটি কিভাবে কাজ করবে তার খসড়া প্রণয়ন করতে হবে। আংশিক, অথবা dummy তৈরি করে প্রস্তাবিত আইডিয়া/সিস্টেমটি/সমাধানটি প্রদর্শন করলে ভালো হয়।
হ্যাকাথন প্রতিযোগিতা সকলের জন্য উন্মুক্ত। ০৩ (তিন) থেকে ০৫ (পাঁচ) জনের এক একটি টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। যে কোনো স্তরের দপ্তর/সংস্থা, টিম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পেশাদার প্রতিষ্ঠান, ব্লগার, ইথিকাল হ্যাকার, গবেষক টিম যাদের ন্যাশনাল পোর্টাল সম্পর্কে প্রারম্ভিক ধারণা রয়েছে এবং সোশাল মিডিয়ার প্রতি ইতিবাচক আসক্তি রয়েছে এরকম সকলেই আমন্ত্রিত।
- ন্যাশনাল পোর্টাল সম্পর্কে প্রারম্ভিক ধারণা রাখা।
- আইটি সম্পর্কে মধ্যম মানের জ্ঞান থাকা।
- বাংলাদেশ সরকারের ই-সার্ভিস সম্পর্কে ধারণা থাকলে ভালো হয়।
- ন্যাশনাল পোর্টাল নিয়ে বাংলাদেশ সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য এবং ভিশন ২০৪১ সম্পর্কে ধারণা থাকতে পারে।
- সোশাল মিডিয়া সম্পর্কে ইতিবাচক আসক্তি থাকতে পারে।
- সোশাল মিডিয়ার প্রথাগত ব্যবহার ব্যতিরেকে উচ্চতর ফরেনসিক ব্যবহারকারী হলে ভালো হয়।
- সোশাল মিডিয়া ও ওয়েব সার্ভিস/সাইটের ইন্টিগ্রেশন/উন্নয়ন সম্পর্কে ধারণা ও অভিজ্ঞতা থাকলে ভালো হয়।
- ওয়েব টু সোশাল মিডিয়া এবং সোশাল মিডিয়া টু ওয়েব এপিআই, প্লাগ ইন, ডাটা এক্সচেঞ্জ, চ্যাটবট নিয়ে ডোমেইন নলেজ ও প্রায়োগিক অভিজ্ঞতা থাকতে পারে।
- সোশাল মিডিয়ার User Engagement, Service Trend and Forecasting Deep Analysis করার ক্ষমতা থাকতে পারে।
- যে টিম Social Media Version for Web ইতোমধ্যেই উন্নয়ন করেছে তাদের বিশেষ অগ্রাধিকার দেয়া যেতে পারে।
অন্যান্য সহায়ক তথ্য/উপকরণ যেমন, জাতীয় তথ্য বাতায়নের ভিডিও, প্রয়োজনীয় সহায়ক ডকুমেন্ট আবেদন লিংকে প্রদান করা হবে। তবে হ্যাকাথনে অংশগ্রহণকারীগণ সমাধান খুজে বের করা এবং ব্রেইনস্ট্রিমিং করার জন্য www.bangladesh.gov.bd সাইটটি কেন্দ্র হতে ইউনিয়ন সাইট পর্যন্ত ভালভাবে ব্রাউজ করে পর্যাপ্ত প্রাথমিক জ্ঞান অর্জন একান্ত আবশ্যক। আবেদন গৃহীত হওয়ার পর সকল টিমকে নিয়ে একটি Grooming Session পরিচালনা করে পরবর্তী করণীয় ও ধাপ নির্ধারণ করা হবে। এখানে উল্লেখ্য যে, হ্যাকাথনে অংশগ্রহণকারীদের মধ্য হতে বিজয়ী ও রানার আপ নির্বাচন করা হবে। তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
যদি টিমের আইডিয়া/প্রস্তাব/সলিউশান গৃহীত হয় তবে পরবর্তীতে:
- বিধি মোতাবেক জাতীয় তথ্য বাতায়নের টিমে এডভাইজর/মেন্টর হিসেবে অন্তর্ভূক্তি করে সম্মানিত করার জন্য সুপারিশ করা হবে
- বিধি মোতবেক জাতীয় তথ্য বাতায়নের সলিউশান ডেভেলপমেন্ট কার্যক্রমে অন্তর্ভূক্তি করার জন্য সুপারিশ করা হবে।
- সলিউশান প্রদানকারী টিম হিসেবে স্বীকৃতি প্রদানের সুপারিশ করা হবে।
- জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে টিম/একক ব্যক্তিকে পরিচিত করানোর জন্য এটু্আই হতে সর্বাধিক প্রচেষ্টা গ্রহণ করা হবে।
টিম সিলেকশনের কাজ চলমান আছে । সিলেকশনের পর তালিকা প্রকাশ করা হবে ।
মোহাম্মদ শামছুজ্জামান
উপসচিব ও ন্যাশনাল পোর্টাল ইমপ্লিমেন্টেশন স্পেশালিষ্ট
টিম লিডার, ডিজিটাল সার্ভিস ১
মোঃ মাইনুল আবেদীন
ন্যাশনাল ইনফরমেশন
হটলাইন ইমপ্লিমেন্টেশন এক্সপার্ট
(সিনিয়র সহকারী সচিব )
মোঃ আব্দুল হালিম
সার্ভিস প্রসেস
সিম্পিলিফিকেশন ইমপ্লিমেন্টেশনএক্সপার্ট
(সিনিয়র সহকারী সচিব )
ইফফাত জাহান
ডিজিটাল সেন্টার
ম্যানেজমেন্ট এক্সপার্ট
(সিনিয়র সহকারী সচিব )
জেবুন নাহার শাম্মী
ই-নথি ইমপ্লিমেন্টেশন এক্সপার্ট
(সিনিয়র সহকারী সচিব )
শ্যাম ঘোষ
সহকারী প্রোগ্রামার
জান্নাতুন নাঈম
সহকারী প্রোগ্রামার
হাসিনে জান্নাত
সহকারী প্রোগ্রামার
মোঃ রাশেদ ভুঁইয়া
সহকারী প্রোগ্রামার
মাশরুর মোহাম্মদ শান্ত
ন্যাশনাল কনশালটেন্ট
অমিত সুন্দর রায়
প্রোগ্রাম এসিট্যান্ট
মোহাম্মাদ সাইফুল্লাহ
প্রোগ্রাম এসিস্ট্যান্ট
কাজী মোহাইমিনুল ইসলাম
প্রোগ্রাম এসিস্ট্যান্ট
সফিকুর রহমান রাজু
ইউএক্স ডিজাইনার
আয়েশা মোস্তফা
ইয়ং প্রফেশনাল
মোঃ ওমর ফারুক
ইয়ং প্রফেশনাল
শারফুন নাহার শেফা
ইয়ং প্রফেশনাল
ফাবিহা ফায়েজ মাহি
ইয়ং প্রফেশনাল