মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে এবং UNDP এর সহায়তাপুষ্ট A2i-aspire to innovate প্রোগ্রাম এর একটি বিশেষ উদ্যোগ/সেবা হচ্ছে জাতীয় তথ্য বাতায়ন ফ্রেমওয়ার্ক (www.bangladesh.gov.bd)। জাতীয় তথ্য বাতায়ন ব্যবস্থাপনা একটি ই-আর্কিটেকচার যেখানে নাগরিক বান্ধব ফ্রেমওয়ার্ক ডিজাইন এবং প্রয়োগ করা হয়েছে। সকল সরকারি প্রতিষ্ঠানের জন্য সামঞ্জস্যপূর্ণ ওয়েবসাইট তৈরি করা যা নাগরিকদের ই-সেবা প্রদানের ক্ষেত্রে সময়, খরচ এবং ভোগান্তি লাঘব করা এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। অধিকন্তু সরকারি তথ্য ও সেবা গ্রহণ এর পথকে আরও সুগম এবং সহজতর করার একটি অন্যতম মাধ্যম জাতীয় তথ্য বাতায়ন ফ্রেমওয়ার্ক। শুধমাত্র একটি ওয়েব এড্রেস www.bangladesh.gov.bd এর মাধ্যমে দেশের ৫২০০০+ সরকারি অফিসের তথ্য ও সেবা গ্রহণ করা সম্ভব। এই পোর্টালকে আরও যুগোপযোগী ও আরও বেশি তথ্য সমৃদ্ধ করার নিমিত্তে কিছু লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য ও উদ্দেশ্যসমূহের সমাধান খুঁজে পাওয়ার প্রত্যাশা থেকেই মূলত হ্যাকাথন এর আয়োজন করা হয়েছে।